মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

মাদক নির্মূলে সোচ্চার ভৈরবের ছাত্র সমাজ, বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৮ Time View

জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে মাদক নির্মূলে সোচ্চার হয়ে উঠেছে ছাত্র ও যুব সমাজ। সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের ব্যানারে গতকাল সোমবার বিকাল ৫টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এর আগে “এসো হাতে হাত ধরি, মাদকমুক্ত ভৈরব গড়ি” এ ¯েøাগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মাদকের অভয়ারণ্য খ্যাত পঞ্চবটি পুকুড়পাড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রাফিউজ্জামান, আরাফাত ভূইয়া, সিদরাতুল রশিদ পিয়াল, মোহাম্মদ মামুন, আজহারুল ইসলাম রিদম প্রমূখ। এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইয়ারফাত পাটোয়ারী, রিয়াদ ইসলাম, জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, অলিউল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতা ও অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বন্দর নগরী ভৈরবকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। বর্তমানে পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচে মাদকের সয়লাব।

বক্তারা আরো বলেন, একটা শহরকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজের ঐক্যই যথেষ্ট। আজ সাধারণ মানুষ জেগে উঠেছে। ভৈরবে দিন দিন চুরি-ছিনতাই বেড়েছে। এর মূল কারণ মাদক। এছাড়াও পঞ্চাবটি এলাকার চিহ্নিত মাদককারবারি এবং সকল মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মাদক ব্যবসায়ীদের আশ্রয় দাতাদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মাদক প্রতিরোধে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো প্রতিক’লতা শক্ত হাতে দমন করা হবে। সবশেষে ছাত্র ও যুবসমাজের এ মাদকবিরোধি আন্দোলন চলমান থাকবে বলেও জানান বক্তারা।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty