এম এ আকবর খন্দকার : জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর আয়োজনে ও বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের সহযোীতায় কিশোরগঞ্জের বীজ উৎপাদনকারী ও স্টেকহোল্ডারদের জন্য মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক শিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গত ২৫ মে শনিবার কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টার প্রশিক্ষণ কক্ষে দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিএডিসির (উৎপাদন) সহকারী পরিচালক নার্গিস আক্তার মুন্না, বিএডিসির (এগ্রো সার্ভিস) সহকারি পরিচালক সৈয়দ জহিরুল ইসলাম, আঞ্চলিক পাট গবেষণা ইনস্টিটিউটের সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিব তালুকদার, খন্দকার সীড কোম্পানীর সত্ত¡াধিকারী এম এ আকবর খন্দকার, শহিদ সীড কোম্পানীর মোঃ জাহাঙ্গীর আলম শহিদ, প্রগতি সীড ফার্মের নির্বাহী প্রধান আশরাফুল হাকিম মিলনসহ জেলার বিভিন্ন উপজেলার বীজ উৎপাদনকারী কন্ট্রাক গোয়ার্স, ব্যবসায়ী ও এনজিও পার্সোনেল গুরুত্বপর্ণ এ শিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে শিক্ষণ প্রদান করেন বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পররিচালক (গাজীপুর) কৃষিবিদ ড. মোঃ সাদিকুর রহমান, বীজ প্রত্যয়ন এজেন্সীর উপ-পরিচালক (প্রশাসন গাজীপুর) কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসের প্রত্যয়ন অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ খান। শিক্ষণ কর্মসূচিতে মানসম্পন্ন বীজ উৎপাদ সংরক্ষণ, বিপণন, বাজার ব্যবস্থাপনা বিষয়ে ব্যাপক আলোচনা ও বীজ আইন বিষয়ক খÐখÐ ধারনা দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার রুবাইয়া ইয়াসমিন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসের অফিস সহকারী মোঃ শফিকুল ইসলাম খান।