স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল কুমার সরকার : মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবে, সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক।
তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ীর নুরুল ইসলামের ছেলে। গতকাল রবিবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বাড়িতে আসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পতির ৬ ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় মাজহারুল ইসলাম। মাজহারুল ১২ বছর মালেশিয়ায় কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন।
তার বড় ভাই আনসারুল ইসলাম বলেন, আমার ভাই এতো বছর পর বাড়ি আসবে, হেলিকপ্টারে যেন বাড়ি আসে, এটা মায়ের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আবেগ আপ্লুত হওয়া মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এতো বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টার করে, আমার ইচ্ছা পূরণ করেছে।