স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় দলভুক্ত চাষী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা সদরের ৩০ জন উদ্যোমী মাশরুম চাষে অতি আগ্রহী চাষী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি স¤প্রসারন অধিদপ্তর খামার বাড়ি’র উপপরিচালক আবুল কালাম আজাদ।
দেশে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর বেকারত্ব দ‚রীকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান, খাদ্য-পুষ্টির অভাব প‚রণে পাশাপাশি অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করনে মাশরুম চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন মাশরুম চাষ স¤প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পররিচালক কৃষিবিদ ডঃ আখতার জাহান কাঁকন, মনিটরিং অফিসার রিপন প্রসাদ সাহা, সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম, অতিরিক্ত কৃষি অফিসার চিন্ময় কর অপু, কৃষি স¤প্রসারন অফিসার মোঃ এমাজ উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার মাহবুবুর রহমান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।