স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তাকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রশিদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লীডার মো. আশরাফুল কবির জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে গ্রেফতারকৃত ব্যক্তিসহ অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় সুজন মিয়া গুলিবিদ্ধ হওয়া ছাড়াও আরো অনেকেই আহত হন। পরে এ ব্যাপারে সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার জহিরুল ইসলাম জুয়েল উক্ত মামলার ২৩ নাম্বার আসামি। তাকে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।