স্টাফ রিপোর্টার : মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পল্লবকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ জেলা শহরের পুরানথানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পল্লবের বাড়ি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, পল্লব মিঠামইন থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।