প্রতিনিধি, মিঠামইন, নাসির উদ্দিন হারুন : হাওর উপজেলা মিঠামইনের ১নং গোপদিঘী ইউনিয়নে গোপদিঘী উপ-প্রকল্প ইউনিটের অধীনে জীবিকায়ন কম্পোনেন্টের আওতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কর্তৃক বাস্তবায়নে মাঠ দিবস উদযাপিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কাচারী হাটি ভেন্যুতে মাঠ দিবস পালিত হয়।
মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মকর্তা মো. সালাউদ্দিন। উদ্বোধন করেন সাংবাদিক নাসির উদ্দিন হারুন। আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সহকারি কারিগরি কর্মকর্তা জীবিকায়ন মো. নুরুল ইসলাম এবং সিএনএইচপি প্রীতিকা আক্তার।
বক্তাগণ কৃষি সম্পদ বিষয়ক যেমন- ধান, ভুট্টা, পাট, গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, ধানের পোকা, সবজি পোকা, ফসলের ক্ষতিকারক পোকার প্রতিকার ও পারিবারিক বিষয়ক বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন শামীমা আক্তার এবং গীতা পাঠ করেন ববিতা রাণী। বিভিন্ন সমিতি থেকে মোট ১০০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।