স্টাফ রিপোর্টার, মিঠামইন : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে গতকাল বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. সোয়েব শাত-ঈল ইভান। অনুষ্ঠানে ১৯টি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, মোয়াজ্জেম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুরোহিত, বৈষম্যবিরোধী ছাত্রনেতা, সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, মুক্তিযোদ্ধাগণ অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরেশ দাস, অখিল চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ছাত্রনেতা কনক দাস, ইউ.পি সদস্য কবিতা রানী স‚ত্রধর, মো: বাদশা মিয়া, সাংবাদিক ও বাংলাদেশ প‚জা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় কর রতন, সাবেক চেয়ারম্যান আহমদ আলী চৌধুরী, মাওলানা শের জাহান মোমেনী, উপজেলা যুবদলের সভাপতি মো. ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী,
জামায়াতে ইসলামী তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাদেক মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম মো. কামাল হোসেন, ডা. মো. আবদুল্লাহ আল সাফী, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আনসার ভিডিপি নুরপনা খাতুন, সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা মো: সিদ্দিক মিয়া, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।