স্টাফ রিপোর্টার : মিঠামইন উপজেলার হাওরে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আবির হোসেনের (২০) মরদেহ একদিন পর গতকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। আবির হোসেন ঢাকার উত্তর মুগদাপাড়ার বাসিন্দা আব্দুল হালিমের পুত্র।
শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে আবির হোসেন মিঠামইনের হাওরে ঘুরতে আসে। বেলা তিনটার দিকে মিঠামইন জিরো পয়েন্টের নিকট ঘোড়াউত্রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঐদিন বিকালেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশিতে নামে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ ঘটনাস্থলের খানিক দূরে ভেসে ওঠে। মিঠামইন থানার ওসি আহসান হাবীব গতকাল রাত সাড়ে আটটার দিকে জানান, মরদেহ আত্মীয়স্বজনের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।