প্রতিনিধি, মিঠামইন, নাসির উদ্দিন হারুন : মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশুপালন বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত সাত দিনব্যাপী মোট ২০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক পরিচালিত এবং উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কার্যালয় কর্তৃক গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মিটামইন উপজেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জেড এ শাহাদাত হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল আল নোমান। প্রশিক্ষিত যুবক এ/আই টেকনিশিয়ান প্রকল্প মিঠামইন মো. আল আমিন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল দেবনাথ।
সমাপনী দিবসে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করার জন্যই এ গাভী প্রশিক্ষণের আয়োজন করা হয়।