স্টাফ রিপোর্টার, মিঠামইন থেকে : মিঠামইনে গতকাল বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর প‚র্বপাড়ায় এ ঘটনাটি ঘটে। প্রাণ হারানো দুজন হলো- সাহবনগর প‚র্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)। মৃত তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা।
একপর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। তিনি আরও জানান, মৃত্যুর পর প্রথমে নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নামার পর সেখানে পাওয়া যায় আরেকটি মরদেহ সেটি রাফিয়া তানহার। একসঙ্গ দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান কামরুল। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেন।