প্রতিনিধি, মিঠামইন : গতকাল সোমবার মিঠামইন উপজেলায় এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোপদিঘী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দৌলতপুর নতুনহাটি গ্রামের মো. তাজুল ইসলামের শিশুকন্যা রৌজা মনি (৩) পানিতে ডুবে মারা যায়।
বেলা ১১টা থেকে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে অবশেষে দুপুর ১টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। বাড়ির লোকজনের অগোচরে সে পানিতে পড়ে যায় পরবর্তীতে আর উঠতে পারেনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।