বিজয় কর রতন, স্টাফ রিপোর্টার, মিঠামইন : মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের হল রুমে গতকাল শনিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিঠামইন শাখার চতুর্বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক মো: মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন এড. জাহিদুল আলম জাহাঙ্গীর (সভাপতি উপজেলা বিএনপি, মিঠামইন)।
অনুষ্ঠানে বক্তব্য শিক্ষকদের মধ্যে রাখেন, নরুল আমিন, তামান্না আক্তার, জাহেদুর রহমান, অভিদীপ্ত দাস, মুখলেছ উদ্দিন মিয়া, খায়রুল ইসলাম (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি ইটনা), মো: গিয়াস উদ্দিন (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি, অষ্টগ্রাম), শামসুল হক (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ), হাবিবা আক্তার রিপা ( যুগ্ম-সম্পাদক কেন্দ্রীয় কমিটি), নাজনীন জাহান লিলি (সভাপতি কিশোরগঞ্জ জেলা শাখা), এড. জসিম উদ্দিন রুবেল, এড. শাহাকালাম, মাহবুব আলম,
বিজয় কর রতন (সাংবাদিক), মোবারক হোসেন (সুপার), মো: আবদুল্লাহ মিয়া (সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মিঠামইন), মো: সিরাজুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি), মোয়াজ্জেম হোসেন শাহীন (সাধারণ সম্পাদক জেলা প্রাথমিক শিক্ষক সমিতি),আবুল কাশেম (সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি), মো: জামাল উদ্দিন (অধ্যাপক মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ)।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষকদের ভোটিংয়ের মাধ্যমে ৪ বছরের জন্য মিজানুর রহমান শেলীকে সভাপতি ও উওম কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক উওম কুমার দাস।