স্টাফ রিপোর্টার (মিঠামইন থেকে) : শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গত গত বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিভিন্ন এলাকা থেকে খÐ খÐ মিছিল নিয়ে উপজেলা সদরের বিএনপির কার্যালয়ের এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল পাশা।
বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকণ্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে তাকেসহ জড়িতদের বিচার করতে হবে।
ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, শুধু হত্যাকণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিতে হবে। এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মীরা। উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে ছাত্রদল ও কাঠমহাল থেকে যুবদল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে অফিস চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।