স্টাফ রিপোর্টার : মিঠামইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লালের পরিবারের লোকজন স্থানীয় প্রভাব বিস্তার ও সেচ প্রকল্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঁখিনূর বিভিন্ন ধরনের হয়রানি করে চলছে-এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মিঠামইন উপজেলা বিএনপি নেতা আফতাব উদ্দিন।
গতকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট সারোয়ার আলম, মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, বিএনপি নেতা ইব্রাহিম খলিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- মিঠামইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল তার ছোট ভাই প্রয়াত আওয়ামী লীগ নেতা কামালের স্ত্রী আঁখিনূরকে দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ তৈরি করে পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে হয়রানি করছেন।
সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন ভুঁইয়ার সম্মানহানি করেছেন। সেই সাথে গত ২৩/১০/২০২৪ তারিখে আঁখিনূর তার গুন্ডাবাহিনী দিয়ে আফতাবের পরিবারের ওপর আক্রমণ করেন।
আঁখিনূর এলাকায় ভুয়া সাংবাদিক হিসেবেও পরিচিত। সে নিজেকে মানবাধিকার সংগঠন নেত্রী ও আওয়ামী লীগের নেত্রী পরিচয়ে বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনায় জড়িয়ে থাকলেও কোন প্রতিকার নেই।
ইতিমধ্যে আঁখিনূর কেওয়ারজোড় ভরাহাটি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে চলছে এবং হখেন, হিরোন্দ ও সুনিলকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
বর্তমানে আঁখিনূর নিজেকে বিএনপির নেত্রী দাবি করে এসব অপকর্মে জড়িত রয়েছে। যেকোনো সময়ে তার লাঠিয়াল বাহিনী দিয়ে আফতাবের পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলার মতো ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেন আফতাব উদ্দিন।