প্রতিনিধি, মিঠামইন, নসির উদ্দিন হারুন : শারদীয় দুর্গাপ‚জা ধর্মীয় আচার ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী বিজয়া দশমীতে বাবু আনন্দ মন্ডল এর প‚জামন্ডপে ‘নিমাই সন্ন্যাস’ পালা মঞ্চস্থ হয়।
প‚জা কমিটির উদ্যোগে এ নাট্য পালা মঞ্চস্থ হয়। বাবু জয়সেন দাস এর পরিচালনায় এ পালায় অভিনয় করেন সুজিত কর্মকার, সুরেন্দ্র দাস, মোহনদাস, হেমেন্দ্র বর্মন, শচীন্দ্র দাস, শম্ভু দাস, প্রদীপ দাস, বিনোদ দাস, অসীম দাস, ইন্দ্র দাস, শুভ্র নম দাস, কমল দাস, স‚র্যসেন ও অগ্রসেন।
বাদ্যযন্ত্র পরিবেশনে বাবুল সরকার, স্বপন নম দাস, সুরেন্দ্র দাস, পবিত্র চৌধুরীও আকাশ দাস। গভীর রাত অবধি এ নিমাই সন্ন্যাস পালা উপভোগ করেন। শত শত ভক্তবৃন্দ সমবেত হন।