স্টাফ রিপোর্টার, মিঠামইন থেকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী মিঠামইন ও কিশোরগঞ্জের বিএনপি অফিস ভাঙচুর, হোটেল ভাঙচুর, যুবদলের উপজেলা আহŸায়ক ইমরান হোসনের উপর হামলা করে আহত করার অভিযোগে কিশোরগঞ্জে ও মিঠামইনে ৪টি মামলার আসামি শাহআলম (৬০) কে গত মঙ্গলবার ভোরে ঘাগড়া থেকে র্যাব আটক করেছে।
শাহআলম মিঠামইন সদর ইউনিয়নের আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়। র্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জের ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন ভোর রাতে ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি কার্যালয় স‚ত্রে জানা যায়, আটক হওয়ার পর তাকে মিঠামইন পুলিশের নিকট হস্তান্তর করেন। এলাকাবাসী জানান। তার বিরুদ্ধে এলাকায় মামলা ছাড়াও জমি দখলসহ অনিয়মের অভিযোগ রয়েছে। মিঠামইন থানার একটি মামলার বাদী ইমরান হোসেন জেরি জানান, প্রতিটি মামলাই তার বিরুদ্ধে ভাঙচুরসহ বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে। মিঠামইন থানার ওসি আহসান হাবীব জানান, আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মিঠামইন ও কিশোরগঞ্জে ৪টি মামলা রয়েছে।