স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য মুরগির খাঁচার ভেতর লুকিয়ে পাচার করছিল গাঁজা। কিন্তু শেষ রক্ষা হলো না। র্যাবের হাতে ধরা খেলো মাদকদ্রব্য পাচারকারী চক্রের দুই সদস্য। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। আটককৃতরা হলো: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের রাশেদ খান (২১) ও জাকির (২০)।
র্যাবসূত্র জানায়, গত রবিবার (১২ জানুয়ারি) বিকালে ভৈরব-কিশোরগঞ্জ অঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা নামক স্থানে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায়। এসময় উল্লেখিত মাদকব্যবসায়ীদ্বয়কে আটক করা হয় এবং তাদের সঙ্গে থাকা মুরগির খাঁচা তল্লাশি করে ২৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাছাড়াও তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদ্বয়কে পুলিশে সোপর্দ করে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।