স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ পৌরসভার নিউটাউন করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন প্রয়াত এডভোকেট নুরুজ্জামান চাঁন মিয়ার ভাতিজা এডভোকেট মোঃ মুর্তুজা আল কামাল মোস্তাক ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হন। নির্বাচিত খবরে নিউটাউন স্টেশন রোডস্থ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কামরুল হুদার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী মোঃ মুর্তুজা আল কামাল মোস্তাক পিপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সুস্বাস্থ্য কামনা করেছেন কিশোরগঞ্জের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও হোসেন ডায়াগনিষ্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাদেক মোহাম্মদ আরাফাত খান,
কবি, সাংবাদিক ও ছড়াকার আসাদুজ্জামান আসাদ, ফায়জুল আল কামাল মুন্না, বেসরকারি হাসপাতাল হোসেন ডায়াগনিস্টিক স্পেশালাইজড এর মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার আসাদুল হক, সমাজসেবক শামীম সিদ্দিকী, মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সদ্য নিয়োগ প্রাপ্ত বিশেষ জজ আদালত-৬ এর পিপি মোঃ মুর্তুজা আল কামাল কটিয়াদীর চান্দপুর উকিল বাড়ির কৃতি সন্তান। তিনি মরহুম এডভোকেট মুসলেহ উদ্দিন সুরুজ মিয়ার নাতী এবং কিশোরগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম এডভোকেট নূরুজ্জামান চাঁন মিয়ার ভাতিজা।
ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-আইন বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত। তিনি আইন পেশায় দক্ষতা ও নিপুণতার পরিচয় বহষ করে আইন মহলে দৃষ্টি কড়ে যাচ্ছেন। এলাকাবাসী এই কৃতি পিপি’র কল্যাণ কামনা করেছেন।