প্রতিনিধি অষ্টগ্রাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মেয়েটির পিতা জলিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জলিল মিয়া উপজেলার কাস্তুল ইউনিয়নের শান্তিনগরের বাসিন্দা আমান মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার (২মে) রাতে শান্তিনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেশীরা জানায়, মেয়েটির মা একজন প্রবাসী। সে তার বাবার সাথে একই ঘরে থাকতো। বিগত ৬মাস ধরেই মেয়েটির বাবা জলিল মিয়া তার মেয়েকে উত্যক্ত করে আসছে। তারা জানায়, এ পর্যন্ত মেয়েটিকে তার বাবা ৯বার ধর্ষণ করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, জলিল মিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের করার পর আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।