স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোনায়েম হোসেন রতন এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহিদুল হক ভ‚ঞা রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শফিউদ্দিন ভ‚ঞা, মতিউর রহমান, অফুর উদ্দিন পন্ডিত, মাসুদুর রহমান, পারভেজ মোস্তুফা কামাল, অধ্যাপক হুমায়ুন কবির, অমল চক্রবর্তী, বাচ্চু মিয়া, ফেরদৌসি বেগম মালা, মায়া রানী, আল-আমিন, শ্যামল আচার্য্য, শাকিল। অনুষ্ঠান সঞ্চলনা করেন-যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল। এসময় সংগঠনের অন্যান্য শিল্পিবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।