প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যায় যায় দিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াহিদুজ্জামান।
যায় যায় দিনের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মাসুম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যায় যায় দিন (জেজেডি) ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কটিয়াদী রিপোর্টার্স ইইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল হায়দার টিটু, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ডা. শামীম ভুইয়া, দৈনিক সময়ের আলোর উপজেলা প্রতিনিধি প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, সময়ের কন্ঠস্বরের উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান নাঈম, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. এখলাছ উদ্দিন, মসূয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, মিরদি ফাজিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম, সমাজ সেবক আবুল বাসার, জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, আল আরাফা ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার আবু জাফর, সাংবাদিক নাঈম ইসলাম, জেজেডি ফ্রেন্ডস ফোরামের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. জুলহাস মিয়া, মো. রানা মিয়া প্রমুখ।