প্রতিনিধি, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর : কটিয়াদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিলের তত্ত¡াবধানে
উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনাম‚ল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
গতকাল বরিবার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর আলম মাসুদের সভাপতিত্বে সদস্য-সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল, ডা. জহর লাল রায় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ইলিয়াস আলী, পৌর যুবদলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য-সচিব জিল্লুর রহমান, সদস্য-সচিব আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবাইদুর,
উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম রতন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান সিরাজী ও মির মাসুদ, উপজেলা পৌর ছাত্রদলের আহবায়ক নরুল হক নাছিমসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জহর লাল রায়, ডা. মো. শামীম মিয়া, ডা. মো. আমিনুল ইসলাম। ক্যাম্প থেকে দুই শতাধিক রোগীর সেবা গ্রহণ করেন।