প্রতিনিধি, রুহুল আমিন, তাড়াইল : জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জের তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে হতদরিদ্র-সুবিধা বঞ্চিত অসুস্থ রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সাব্বির আহমেদ, ডা. শুভ, ডা. শারমিন আকতার ও ডিএম এফ ডা. রাশেদুজ্জামান মানিক।
তাড়াইল উপজেলা যুবদলের আহবায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব বলেন, আমরা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী। জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত থাকে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।
উক্ত মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছি। উপজেলা যুবদলের সদস্য-সচিব জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথের সাহসী যোদ্ধা। কিন্তু কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় আমরা এ দিবসটিতে সেবামূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেবাম‚লক প্রোগ্রামটি সার্বিকভাবে সফল হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহŸায়ক ছাইদুজ্জামান মোস্তফা। তিনি যুবদলের এই সেবাম‚লক উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।