শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

রাজধানীতে দেশজের ‘প্রথম প্রকাশ লেখকসংবর্ধনা ও প্রকাশনা উৎসব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধি, আহসানুল হক জুয়েল : গত সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়। দেশজ প্রকাশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি আবদুল হাই শিকদার। মনিরুল ইসলামের সঞ্চালনায় ক্বারী নাসির উদ্দিন আল্ মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কবি মোশাররফ হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সভাপতি লেখক-গবেষক অধ্যাপক ড. কামরুল হাসান, টিভি উপস্থাপক শরীফ বায়জীদ মাহমুদ ও কবি জাকির আবু জাফর।

এছাড়াও দেশবরেণ্য বহু কবি-সাহিত্যক-লেখক উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশজ প্রকাশনের প্রকাশক ড. মনোয়ারুল ইসলাম। সবশেষে প্রথম বই প্রকাশ প্রকল্পের অধীনে নবীন ২৬ জন লেখককে সংবর্ধিত করা হয়।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশজ প্রকাশন এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশজ প্রকাশন যাদের প্রথম বই প্রকাশ করেছে এবং সংবর্ধিত করেছে তারাই আগামী দিনে আমাদের সাহিত্যে গুরুত্বপ‚র্ণ অবদান রাখবেন সে প্রত্যাশা আমাদের সবারই।

এইসব লেখকদের লেখালেখির যাত্রাপথকে গতিশীল করে দিয়ে দেশজ প্রকাশন এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে বলে মনে করি। দেশজের এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে ও দেশজ প্রকাশন এগিয়ে যাবে সামনের দিকে সেই প্রত্যাশাই রাখছি।

যেসব নবীন লেখক সংবর্ধিত হয়েছেনÑকাব্যগ্রন্থে আহমেদ খায়ের, আজিজ হাকিম, ফরিদ আহমদ, রাশেদ সরোয়ার ও আব্দুর রহিম সিরাজী। ছড়াগ্রন্থে ওয়াজেদ বাঙালি, মুহাম্মদ রশিদুজ্জামান, মল্লিক মাহমুদ, আরিফ হোসেন সবুজ ও নুরুল হুদা নুরী। গীতিকাব্যে ওবায়দুল্লাহ তারেক, অহিদ সালিম, নজরুল ইসলাম, ও শাফায়েত উল্লাহ। গল্পগ্রন্থে হাসান রুহুল ও জাকির হুসাইন।

উপন্যাসে নাবিউল হাসান। নাটকে এস এ বসির। প্রবন্ধে ডা. শাহ মো. বুলবুল ইসলাম, আযাদ আলাউদ্দিন, মামুন মাহফুজ, সালমান রিয়াজ, শামসুল আলম সেলিম, নবাব আব্দুর রহিম, ইব্রাহীম ফয়সাল ও ইকবাল হাসান ইয়ার।
নতুন লেখক তৈরির লক্ষ্যে ‘সৃজনে উৎসবে জাগে প্রাণ’ স্লোগানে ২০২৩ সালে ‘প্রথম প্রকাশ’ প্রকল্প হাতে নেয় দেশজ প্রকাশন। যারা লিখেছেন এবং পান্ডুলিপি তৈরি করে রেখেছেন,

কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের প্রথম বই প্রকাশ করে এগিয়ে দেয়াই এ প্রকল্পের ম‚ল লক্ষ্য ছিল। এ প্রকল্পের মাধ্যমে ২৬ জন নবীন ও প্রতিশ্রুতিশীল লেখকের বই প্রকাশ করে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে সঙ্গী হয়েছে দেশজ প্রকাশন। ২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রকাশনের জন্য এটা একটি বড় অর্জন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty