স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া, রাজন সরকার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে উপজেলা যুব ও ছাত্রদল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের ডাক বাংলোর সামনে থেকে একটি মিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
মিছিলে এক দফা, এক দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ¯েøাগান দিতে দেখা যায়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুল হক জর্জ-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য শাহিন আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লিমন মিয়া,
সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট,
রবিন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল, সদস্য-সচিব আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল সানী, মনির, মুরাদ প্রমুখ।