নিজস্ব প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুরে ২১ বছরের তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রুবেল মিয়া (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রুবেল উপজেলার হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর পঞ্চায়েত বাড়ির বাসিন্দা হাজী সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাহেদ মিয়া এ প্রতিনিধিকে জানান, গত ১৬ মে রাতে নির্যাতিত মেয়েটি নিজ বাড়ি টান গোসাইপুর যাওয়ার পথে অভিযুক্ত রুবেল মিয়া কয়েকজন সঙ্গীর সহায়তায় তাকে তুলে নিয়ে হাওরের পাকা রাস্তার মাথায় বটগাছের নিচে মধ্যরাত পর্যন্ত আটকে রেখে নেশাগ্রস্ত হয়ে ধর্ষণ করে। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ জামান বলেন, এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।