স্কুল শিক্ষক ও সংস্কৃতিকর্মী রিবন রুপা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাসখানেক পেরিয়ে যাওয়ার পরও কোন আসামি গ্রেফতার হয়নি। আসামীদের জিজ্ঞাসাবাদেরও খবর পাওয়া যায়নি। উপরন্তু অভিযুক্তদের কেউ কেউ সামাজিক মাধ্যমে অবাধে ঔদ্বত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় এ মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচার নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। তাই এক সপ্তাহের মধ্যে মামলার আসামিদের গ্রেফতার ও অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে হবিগঞ্জের জনতা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-আপা হবিগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা আহবায়ক এডভোকেট রনধীর দাশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা, ব্যবসায়ী অলক দত্ত বাবু, উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি বন্ধু মঙ্গল রায়, এডাভোকেট পিনাক রঞ্জন দেবনাথ, সিপিবি নেতা রঞ্জন কুমার রায়, হিন্দু পরিষদের সংগঠক সুকান্ত বিশ্বাস, সুজিত কুমার দাশ, রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, মারফত আলী, খলিলুর রহমান প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- এ্যাসেট গ্রুপের সভাপতি মোশারফ হোসেন খান শান্ত, জেলা উদীচীর সাবেক সভাপতি আজমান আহমেদ, কাজল চক্রবর্তী, রাহিমুল চৌধুরী, আঃ ছাত্তার, ফারুক মিয়া, আছকির মিয়া, এনামুল হক, আলমগীর মিয়া, আব্দুল মন্নান, অলক দাশ, পলাশ আচার্য্য ও সুপ্রিয় চক্রবর্তী।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ সংহতি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি, নাগরিক আন্দোলন হবিগঞ্জ।