স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এ প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন (১ম সংশোধন) প্রকল্পের আওতায় পাট প্রদর্শনীর উপর মাঠ দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত (১০ জুন) সোমবার বিকেলে লতিবাবাদ বিশ্বরোড় মোরে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে অধিন পাট অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা আয়োজনে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ এমাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগে প্রচার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের উপ সহকারি কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পিযুষ কান্তি। অনুষ্ঠানে পাট চাষী ছাড়াও স্থানীয় শতাদিক কৃষক উপস্থিত ছিলেন।