ভালুকা প্রতিনিধি : লেখনি সাহিত্য সংসদ এর উদ্যোগে কবিতা উৎসব, লোক সাহিত্যের চারণভূমি ময়মনসিংহের শিল্পকন্যা ভালুকায় এক প্রাণবন্ত উপস্থিতিতে ভবানিভিটায় রহমানিয়া শাল গজরির উম্মুক্ত গার্ডেনে সবুজের অভয়ারণ্যে লেখক সম্মিলন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
কবি মোহাম্মদ জালাল উদ্দিন এর উপস্থাপনায় মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁথিকার, ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রম্য লেখক শামসুল হক শামস, সাংবাদিক রাজু আহমদ সরকার, কবি তাজ ইসলাম, কবি সুমন রায়হান কবি রহমান মাজিদ, কবি তাসলিমা আক্তার মুক্তা, কবি শেখ শফিক।
যৌথ কাব্যগ্রন্থ লেখনি সাহিত্য কুঁড়ি বই ও শিশু কিশোরদের ছড়া কবিতা বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের মধ্যে কবিতা পাঠ করেন, মুফতি সিরাজুল ইসলাম, নূরুল আমিন, আনোয়ার হোসেন, শামসুর রহমান খান, মাহমুদুল হাসান, বিভিন্ন বিষয়ে লেখনি সাহিত্য সন্মননা পেয়েছেন গবেষণায় মোহাম্মদ আশরাফুল ইসলাম ও আনোয়ার মল্লিক, কবিতায় মান্নান নূর ইসমাইল হোসাইন মুফিজী,
গল্পে শামীম রেজা, ছড়া ও শিশু সাহিত্যে নূর আলম গন্ধী, ছড়া সাহিত্যে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাওলানা আব্দুল জলিল, রুমানা সিকদার, আহসান হাবিব, প্রকাশনায় চাষি এস কে খান। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহ আলম বিল্লাল, আকলিমা খানম খাদিজাতুল খোবরা, তাহিয়া তাবাসসুম আল মুকাদ্দিস, শাহিন রহমান, তাসনিম, তাসনিয়া, হুমায়ুন কবির, শারমিন আক্তার, সাকিব, হিজবুল্লাহ, নোমান রহমান, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।