এফএনএস : দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। লেবানন-ইসরায়েল সীমান্তে বর্তমান সহিংসতার মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে হামলার এ ঘটনা ঘটল।
হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার পর এ হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। গতকাল রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিহ শহরে অবস্থিত ভবনটিতে সিরীয় শরণার্থীদের আবাসস্থল ছিল।
ইসরায়েলের দাবি অস্ত্রের মজুদ ধ্বংশ করতেই হামলা। গাজাযুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে প্রায় প্রতি দিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে।