মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

শপথ নিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো রমজান আলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার, শামছুল আলম সেলিম : ২০২৫-২৬ কার্যকালের জন্য পুনঃরায় নব নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো রমজান আলীর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াত অফিস চত্বরে আয়োজিত সদস্য সম্মেলনে তাঁকে শপথ বাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক মু. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মাওলানা মো এনামুল হক। দারসুল কুরআন পেশ করেন মাওলানা আবদুল বারী রিয়াদী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও আজিজুল হক।

প্রধান অতিথি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, পার্লামেন্টারিয়াল বোর্ড, কেন্দ্রীয় কর্ম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন আপনাদের মাথার মধ্যে থাকার কোনো দরকার নেই। জোট আলাদা জিনিস।

আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে আমরা যাব, তা না হলে যাব না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামায়াতে ইসলামী কোনো কাজ করবে না ইনশাআল্লাহ।

এখন থেকে সকল পর্যায়ে তৎপরতা হবে মাঠ পর্যায়ে। কোনো একটা জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ও ননপলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে।

মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সব জায়গায় জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি এ জামায়াত এক বছর সময় পায় বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে জামায়াতের সংগঠন হবে না।

সমস্ত গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায় তখন জামায়াত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন। বাংলাদেশ সবার আগে পৃথিবীর মানচিত্রে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মেলনে জেলার ৫ শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশ গ্রহন করেন বলে জানা গেছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty