স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায়
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ মালিক সদস্য শফিকুল ইসলাম মানিকের সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়। গত রবিবার ২ জুন অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা মালিক সমিতির কার্যকরী কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শফিকুল ইসলামের মালিকানাধীন গাড়ি নং- ঢাকা মেট্রো-ব-১২-০২২৯ এবং সদস্য নং- ২১৬, সাং ডুবাই, গাইটাল, কিশোরগঞ্জ -এর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সংগঠন বিরোধী কার্যকলাপ করায় গত ১৮/৩/২০২৪ ইং তারিখে স্মারক নং- কি জে স প মা স ২৪/২১, একই স্মারকে (কি জে স প মা স ২৪/২১) গত ৩০/০৪/২০২৪ ইং তারিখে এবং গত ০৯/০৫/২০২৪ ইং তারিখে কি জে স প মা স ২৪/২৩ নং স্মারকে চ’ড়ান্ত কারণ দর্শানোর নোটিশ করা হয়। কিন্তু শফিকুল ইসলাম মানিক কারণ দর্শানোর ৩টি নোটিশের মধ্যে কোন নোটিশই গ্রহণ না করায় ঐ নোটিশগুলো ফেরত চলে আসে।
তাই কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির মাসিক সভায় শফিকুল ইসলাম মানিকের সাধারণ সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা খবরটি নিশ্চিত করেছেন।