স্টাফ রিপোর্টার : বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ গভীর শ্রদ্ধাভরে তাঁর ৭৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল বুধবার কেন্দুয়ার কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠের ক্যাম্পাসে নানা আয়োজনে উদ্যাপিত হয় হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মদিন।
কথাসাহিত্যিক, নাট্যকার, উপন্যাসিক, নির্মাতা, বিজ্ঞানমনস্ক লেখক, কবি, ঢাকা বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রয়াত হুমায়ূন আহমেদ জীবদ্দাশায় নান্দাইলের কেন্দুয়ায় এই বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন। হুমায়ূন আহমেদ না থেকেও তাঁর কীর্তি আর এই বিদ্যাপিঠের মাধ্যমে বিদ্যমান। তাই প্রিয় লেখকের জন্মদিনে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নানা আয়োজনে তাঁকে স্মরণ করেছে।
লেখক হুমায়ূন আহমেদ এর আত্মার শান্তি কামনায় শুরুতেই পবিত্র কোরআন পাঠা করা হয়। তার পর বের করা হয় বনার্ঢ্য আনন্দ র্যালি। র্যালি শেষে প্রিয় লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত এবং শহীদ স্মৃতি বিদ্যাপিঠ’র সভাপতি ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হুমায়ূন আহমেদ যুগের পর যুগ তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার প্রমাণ তাঁর গ্রামের মানুষ। তার প্রমাণ তাঁর গ্রামের মানুষ তাঁকে যেভাবে মনে রেখে স্মৃতিচারণ করে জন্মদিন পালন করে।