প্রতিনিধি, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও শাখার গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর ২য় প্রান্তিক ম‚ল্যায়নের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল রানা চৌধুরী।
গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ফারুক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, ভালুকা শাখার পরিচালক সুলতানুল আরেফিন ও বজলুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।