স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আ. বাতেন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ।
অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আজিজুর রহমান ভূঞা, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাবেয়া আক্তার খাতুন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. মোস্তাফিজুর রহমান ভূঞা, জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কে ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির স্কাউট বিষয়ক সম্পাদক এবং করিমগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গোজাদিয়া আ. হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. হামিদ ফকির, জেলা কমিটির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং লতিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আতিকুর রহমান,
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং কুলিয়ারচর বীরকাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, পাটধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইকবাল হোসেন, মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, রহিম সাত্তার আইডিয়াল কলেজের প্রভাষক মো. মাহবুবুল আলম,
আরজত আতজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুসরাত পারভীন, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম সাইফুল ইসলাম, সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির আহমেদ, কলাপাড়া হাজী আ. গফুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জামির হোসেন ভূঞা, কিশোরগঞ্জ মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা স্মরণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যামেলিয়া জাহান, মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া, কিশোরগঞ্জ মডেল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আ. ছাত্তার, রেজিয়া সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলার সাবেক সভাপতি মো. ছফির উদ্দিন, পাটধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারধন বণিক, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনিয়া সারমীন, আলহাজ শামছুদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়া উদ্দিন স্কুল এন্ড কলেজ শাহ মো. মুজিবুর রহমান,
হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খাইরুল ইসলাম, টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, গীতা পাঠ করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত আচার্য্য। আলোচনায় সভায় শিক্ষকগণ বিভিন্ন ক্ষেত্রে তাদের বৈষম্যের কথা তুলে ধরেন। শিক্ষকদের কণ্ঠে একটি দাবী বারবার ধ্বনিত হয় তা হলো জাতীয়করন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি পদে মো. আ. বাতেন ফারুকী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. রাহমাতাল্লিল আল আমিনকে নির্বাচিত করা হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক এবং আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা খাজা মইন উদ্দিন চিশতী (রঃ) দারুল উলুম মাদ্রসার সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম রিপন।