কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে শুকতারা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল তালগাছ রোপন অভিযানের উদ্বোধেন হয়েছে। উদ্ধোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম. মুশতাকুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচলাক কামরুজ্জামান খান, গুরুদয়াল সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাধক আজহারুল ইসলাম। এই সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
বর্তমান বিশ্বে বাংলাদেশ সবচেযয়ে বজ্রপাত প্রবণ দেশ। তালগাছ বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। তাই, তালগাছ রোপনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুকতারা সমাজকল্যাণ সংস্থার এই আয়োজন করেছে।
পর্যায়ক্রমে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালগাছ রোপন অভিযান চলমান থাকবে। তালগাছ রোপন অভিযানের সার্বিক দায়িত্ব পালন করছেন শুকতারা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল হাসানাত নাহিদ।
উল্লেখ্য, শুকতারা সমাজকল্যাণ সংস্থা ২০১৭ সাল থেকে কিশোরগঞ্জ জেলায় এক হাজারের উপরে বিভিন্ন গাছের চারা রোপণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।