স্টাফ রিপোর্টার : শুরুতে বিতর্ক আর গেমস শুরুর আগ মুহূর্তে সিরিজ সন্ত্রাসী হামলার মধ্যেও জমকালো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা ওঠলো পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ প্যারিস অলিম্পিক ২০২৪-এর। প্যারিস এখন পৃথিবীর রাজধানীতে পরিণত হয়েছে। বিশ্বের ২০৬টি দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে লড়বেন। শুধু কি তাই প্রায় সাড়ে ১০ হাজার সাংবাদিক প্যারিসে উপস্থিত হয়েছেন খেলার খবর সংগ্রহ ও সম্প্রচার করতে। ঠিক ১০০ বছর পর অলিম্পিক গেমস ফিরেছে প্যারিসে।
১৯০০ সালে প্রথমবার এবং দ্বিতীয়বার ১৯২৪ সালে অলিম্পিকের আয়োজন করেছিল প্যারিস। আয়োজক শহর হিসেবে ল্যান্ডনের পর হ্যাট্রিক আয়োজন করেছে প্যারিস। এখানেই শেষ নয় অদ্যাবধি আয়োজিত সকল অলিম্পিক থেকে প্যারিস নিজেকে একেবারেই ভিন্ন ভাবে উপস্থাপন করছে। কারণ, আধুনিক অলিম্পিক শুরুর পর থেকে প্রতিটি গেমসে মার্চপাস্ট হত গেমসের মূল স্টেডিয়ামে। ইতিহাসে এই প্রথম অলিম্পিকের উদ্বোধীন অনুষ্ঠান হচ্ছে গেমসের মূল স্টেডিয়াম ‘স্তা দে’র বাইরে প্যারিসের উপকণ্ঠ সেন্ট ডেনিসে অবস্থিত সিন নদীতে। তাই সিন নদীর দুইপাড় সেজেছে বর্ণিল সাজে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি আয়োজক দেশের ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলার নানা আয়োজন থাকে। অন্য সব আয়োজনে ভিন্নতা থাকলেও একটা ব্যাপার কমন থাকে সব অলিম্পিকে, আর তা হল মার্চপাস্ট। জাতীয় পতাকা নিয়ে সকল অংশগ্রহণকারী দেশের অ্যাথলেটরা অংশ নেন মার্চপাস্টে। অলিম্পিকের জন্মভ’মি গ্রিস থাকে সবার শুরুতে, আর সবার শেষে থাকে আয়োজক দেশ। পূর্বের সকল অলিম্পিকে মূল স্টেডিয়ামে অ্যাথলেটরা অংশ নিতেন পায়ে হেঁটে। এবার মার্চপাস্ট অনুষ্ঠিত হয়েছে নৌকায় চড়ে। প্যারিস সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হয় ‘প্যারিস অলিম্পিক-২০২৪’-এর জমকালো আয়োজনের।
৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়েন অ্যাথলেটরা। ইভেন্টগুলোর মধ্যে সর্বাপেক্ষা আকর্ষণীয় হচ্ছে সাঁতার, জিমন্যাস্টিক এবং অ্যাথলেটিক। অ্যাকুয়াটিক্সে (সাঁতার, ড্রাইভিং, ওয়ারট পোলো) সর্বোচ্চ ৪৯টি, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্সে ৪৮টি, তৃতীয় সর্বোচ্চ সাইক্লিংয়ে ২২টি।
এছাড়া জিমন্যাস্টিক্স ও কুস্তিতে ১৮টি, জুডো ও শুটিংয়ে ১৫টি, রোয়িং ১৪, বক্সিং ১৩, ফেসিং ১২, সেইলিং ও ভারোত্তোলনে ১০, তায়কোয়ান্দো ৮, একুয়েস্ট্রিয়ান ৬, আর্চারি, ব্যাডমিন্ট, টেবিল টেনিস ও টেনিস ৫, বাস্কেটবল, স্পোর্ট ক্লাইম্বিং ও ভলিবলে ৪, ট্রায়াথলন ৩ এবং ব্রেক ড্যান্স, ফিল্ড হকি, ফুটবল, গলস, হ্যান্ডবল, মডার্ন ট্রায়াথলন, রাগবি ও সাফিংয়ে ২টি করে পদক। আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিকের পর্দা নামবে।