ভালুকা প্রতিনিধি : ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ, গুম-খুন-গণহত্যা নির্যাতন-নিপীড়ন ও শত শত প্রাণ কেড়ে নেওয়ার দায়ে ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের নেতৃত্বে খুনি হাসিনার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৪ আগষ্ট) বিকালে উপজেলার সিডষ্টোর বাজার আলমদিনা মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে আলমদিনা মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ-সম্পাদক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েল,
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক)। এসময় হবিরবাড়ী ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।