প্রতিনিধি, গফরগাঁও : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো. ফখরুল হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি হাসপাতাল রোডস্থ মহিলাদল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে মো. ফখরুল হাসান শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।