বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক উপমহা দেশের বিশিষ্ট মার্কসবাদী তাত্তি¡ক লেখক অবিভক্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা কমিটির শোক। কমরেড হায়দার আকবর খান রনো’র মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, শ্রমজীবী মানুষ একজন মার্কসবাদী তাত্তি¡ককে হারালো। দেশের গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আন্দোলনের একজন দিশারীকে হারালাম। ১৯৬০ এর দশকের একজন নেতা, শ্রমজীবী মানুষের জীবনের ইতিবাচক জীবন্ত অর্থাৎ সমাজ বিপ্লব দেখতে চেয়েছিলেন এবং সমাজ বিপ্লবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি ছিলেন শ্রমিক শ্রেণির অকৃত্রিম বন্ধু সাথীযোদ্ধা। তাঁর বিপ্লবী-চেতনা লেখনী আন্দোলনের অভিজ্ঞতা আমাদের নতুন পথ দেখাবে। তার চলার পথেই আমরা হাটবো। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর দিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার।