প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ের পাঁচলগোটা গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন খানের ২য় পুত্র ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন খান (সাংবাদিক) তার ছোট ভাই মোঃ সাইফুর রহমান মেছবাহ (৫৬) গত মঙ্গলবার বিকেল ৫.২০ মিনিটে নিকলী উপজেলার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি …. রাজিউন)।
মৃত্যুকালে তার দুই পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিকলী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গতকাল (বুধবার) সকাল ১০টায় জানার নামাজের পর নিকলীর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী শোকাহত।