স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীন দলিল লিখক আঃ জব্বার (৭৩) গত সোমবার রাত ৩.১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের তিলকনাথপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না ———– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে কিশোরগঞ্জ সদর দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ কার্যকরি কমিটির সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লিখকদের কলম বিরতি পালন করা হয়। গতকাল মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।