রুপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রাশিদ (৮০) গতকাল দুপুর দেড়টায় নগুয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। রাষ্ট্রীয় মর্যদায় তার দাফন সম্পন্ন হয়। গার্ড অব অর্নারের পর সাছুলী শেখ জামে মসজিদ বাদ আছর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে নিজ গ্রাম আলমদী বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গার্ড অব অর্নার ও জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, সহকারী কমান্ডার মো: হাবিবুর রহমান, পাকুন্দিয়া উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মিছবাহ উদ্দিন, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভ‚পেন্দ নন্দী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।