স্টাফ রিপোর্টার : শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কিশোরগঞ্জ সদর শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা শহরের কালীবাড়ি এলাকার বিজয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি ইয়াছিন মিয়া। সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ শহর জামায়াতের সভাপতি হযরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন আ. ম. ম. আব্দুল হক আবু নাসের নাঈম, ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান আলী হায়দার, সহ সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ সদর শাখা নতুন কমিটি ঘোষণা করা হয়।
অধ্যাপক মো. রমজান আলী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যারা এদেশের জনগণের অধিকার আদায়ের পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দু শ্রমিকদেরকে ব্যবহার করে রাজনীতি করে না, ক্ষমতার মসনদে জায়গা পেতে চায় না।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৎ এবং যোগ্য লোক তৈরীর কারখানা।