শামসুল আলম শাহীন : গতকাল মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের ৩ উপজেলা নিকলী, অষ্টগ্রাম ও কটিয়াদীতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপ‚র্ণ ভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মঈনুজ্জামান অপু ঘোড়া প্রতীকে ৪৪,৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আলী আকবর দোয়াত কলাম প্রতীকে ১৯,৮৮৭ পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম মিয়া চশমা প্রতীকে ৪৩,০৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজাউল করিম শিকদার তালা প্রতীকে ২৯,৪৫৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম কলস প্রতীকে ৩৮,৭৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী রোকসানা বেগম ফুটবল প্রতীকে ৩০,৩৩৮ পেয়েছেন। কটিয়াদী উপজেলার ভোটার সংখ্যা ২,৭২,৬৪৪।
অপরদিকে নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোকারম সর্দার আনারস প্রতীকে ৩৬,০১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রুহুল কদ্দুস জনি মটরসাইকেল প্রতীকে ৩১,০৫৭ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. তাহের আলী টিউবওয়ের প্রতীকে ২২,৫৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী রিয়াজুল হক আয়াজ তালা প্রতীকে ২১,২৭৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি হাঁস প্রতীকে ৩৮,০১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সুমাইয়া হক ফুটবল প্রতীকে ১৯,৫২৭ ভোট পেয়েছেন। নিকলী উপজেলায় ভোট সংখ্যা ১,২১,৪৫২।
অন্যদিকে অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীকে ৪২,৫৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী শহীদুল ইসলাম জেমস্ কাপ-পিরিচ প্রতীকে ১৮,৭০৬ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আল আমিন সরকার চশমা প্রতীকে ২১,০৪৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী এম,এ আজিজ মাইক প্রতীকে ১৬,৫৩৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শেলী আক্তার হাঁস প্রতীকে ২৫,১৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী নাছিমা আক্তার কলস প্রতীকে ২০,৩০৭ পেয়েছেন। অষ্টগ্রাম উপজেলায় ভোট সংখ্যা ১,৩৬২৯৫।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপ‚র্ণ অনুষ্ঠিত হয়েছে। যে সব কেন্দ্রে ঝামেলা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না। তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৩০ হাজার ৩৯১ জন।