প্রতিনিধি তাড়াইল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ তাড়াইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তাড়াইল উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান, তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৯শ’ ৭৭ জন। এর মধ্যে ৭৫ হাজার ৯শ’ ৬৩ জন পূরুষ ভোটার, ৭১ হাজার ১২ জন মহিলা ভোটার ও হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ৫৬টি ভোট কেন্দ্রে ৪শ’ ৩টি কক্ষে ভোট প্রদান করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল মামুন বলেন, ইতোমধ্যে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে পুলিশ, আনসার, বিজিবি সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলায় মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। চেয়ারম্যান পদে যে দুজন প্রার্থী লড়াই করছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম শাহীন (লাঙ্গল) ও বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন নাজমুল হক আকন্দ (টিউবওয়েল), আবুল কাশেম খান (চশমা), শামরুজ জামান শামরুজ (মাইক), শাহ আলম সিদ্দীকি (তালা), গোলাপ মিয়া (উড়োজাহাজ), সাইফুল ইসলাম উজ্জল (টিয়া পাখি), দেলোয়ার হোসেন আলু (বৈদ্যুতিক বাল্ব) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, নার্গিস সুলতানা (সেলাই মেশিন), দিলোয়ারা খানম (ক্যামেরা), বিলকিস রহমান (কলস), খাদিজা আকতার আশা (হাঁস), অজুফা আকতার (বৈদ্যুতিক পাখা), খাদিজা আকতার লাকী (ফুটবল), আইতুন্নেছা (প্রজাপতি), হোসনে আরা (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
উল্লেখ্য, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দিগদাইড়, দামিহা ও তাড়াইল-সাচাইল ওই সাতটি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালে তাড়াইল উপজেলা ঘোষিত হয়।