“নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাক্সক্ষার কার্যকর প্রতিফলন চাই” বিষয়কে সামনে রেখে টিআইবি-সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেলে সনাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ম.ম. জুয়েল। সনাক সহ সভাপতি স্বপন কুমার বর্মন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং আন্তর্জাতিক যুব দিবসের ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস সহ দলনেতা জয়নব বিনতে হাফিজ।
আলোচনা সভায় অংশগ্রহণকারী ইয়েস সদস্যবৃন্দ ও তরুণ শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় তরুণদের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া; শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও সংস্কার; রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ; প্রতিবাদের অধিকার ও বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করা; সৃজনশীল ও গুনগত শিক্ষার ব্যবস্থা করা; আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী তরুণ জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত ও কারিগরিভাবে দক্ষ করা; রাজনৈতিক দলগুলোর সংস্কার ও দলগুলোর গণতান্ত্রিক চর্চা করা এবং স্বায়ত্ত¡শাসিত জাতীয় গণমাধ্যম নিশ্চিত করার জন্য মতামত প্রদান করেন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের বিজয় ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি আতিয়া রহমান, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি, সাইফুল হক মোল্লা দুলু, এ্যাড. আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ, শওকত মোস্তফা খান, এ্যাড. হামিদা বেগম, কামরুন্নাহার ও মোঃ হুমায়ুন কবীর। (প্রেস বিজ্ঞপ্তি)