এফএনএস : ভারী বর্ষণের কারণে বিদ্যুৎ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোমবাতির আলোতে পরীক্ষা দিতে হয়েছে শিশু শিক্ষার্থীদের। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া কিশলয় বিদ্যানিকেতনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে টেবিলে মোমবাতি জ¦লতে দেখা গেছেন। অন্ধকার দূর করতে শিক্ষার্থীদের টেবিলে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষ। সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। রাত ৩টার পর থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। ফলে একটু পর পর বিদ্যুৎ যাওয়া আসা করছিল। ভোর সাড়ে ৬টার দিকে চলে যায় বিদ্যুৎ।
সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। ওই বিদ্যালয়ে চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষার গতকাল ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা। সকাল ৮টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক সমস্যার কারণে পরীক্ষা শুরু হয় ৯টার পর। কিন্তু তখনও বিদ্যুৎ নেই। প্রথম শ্রেণির ৭৩ জন ও দ্বিতীয় শ্রেণির ৫০ জন শিক্ষার্থী পরীক্ষার টেবিলে। নীচতলার প্রত্যেকটি কক্ষ অন্ধকার। ঠিকমত খাতা দেখা যাচ্ছিল না।
পরে কর্তৃপক্ষ দ্রত প্রত্যেক শিক্ষার্থীর পাশে একটি করে মোমবাতি জ্বালিয়ে দেন। সকাল ১১টা পর্যন্ত মোমবাতির আলোতেই চলে পরীক্ষা। ১১টা ১৫ মিনিটে আসে বিদ্যুৎ। প্রধান শিক্ষক ঠাকুর জাকিয়া সুলতানা বলেন, সারারাত ভারী বর্ষণের পর গতকাল সকালেও মোষলধারে বৃষ্টি পড়ছিল। আকাশ মেঘাচ্ছন্ন। ঘুর অন্ধকার। সকালে একটু বিলম্ব করে পরীক্ষা শুরু করলেও তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। নীচের কক্ষ গুলোতে পরীক্ষার্থীরা ঠিকমত খাতা দেখছিল না। তাই সকল শিক্ষার্থীর পাশে মোমবাতি জ¦ালিয়ে দেওয়া হয়েছে। তারা সুন্দর ভাবে পরীক্ষা দিতে পেরেছে।