শতাব্দী ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে দক্ষিন এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় কারখানার প্রধান ফটকে কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ আয়োজনে এই মানব বন্ধন করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারী মাসের ১৫ তারিখ হতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কোম্পানী। এরপর থেকে যমুনা ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বেকার হয়ে পড়ে শত শত শ্রমিক কর্মচারী।সরকার ক্ষতিগ্রস্ত হয় রাজস্ব আয় হতে। সার সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ১৬ জেলার সাধারণ কৃষক। তাই অতি দ্রæত গ্যাস সংযোগের দাবী জানাইয়া মানববন্ধনে বক্তব্য রাখেন, কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মো.শাহজাহান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
সাধারণ সম্পাদক মো.শাহজাহান আলী বলেন, বিগত ৬ মাস হলো গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কোম্পানী। এ ভাবে আর কিছুদিন কারখানা বন্ধ থাকলে এটি চালানো দুষ্কর হয়ে পড়বে। তিনি বলেন,আমাদের এই কারখানায় প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদন করতে খরচ হয় মাত্র ২২ থেকে ২৩ টাকা অথচ অন্যান্য কারখানায় খরচ হয তিরিশ থেকে চোত্রিশ টাকা। কাজেই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করোজোরে অনুরোধ করে বলছি,রেশনিং পদ্ধতিতে হলেও মিলটি চালু করার ব্যবস্থা করে দিন।
তিনি কারখানার এমডিকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনি এসি মধ্যে বসে থেকে শুধু আরাম করবেন না। আপনি এসি হতে বের হযে বিভিন্ন।
স্থানে যোগাযোগ করুন,কথা বলুন। আগের এমডিরা আপনার মত এত আরাম প্রিয় ছিল না। তারা কারখানার কোন অসুবিধা হলে দৌড়াদৌড়ি করতেন। ছুটাছুটি করতেন। আপনার মত এমন অলস ছিল না। এ সময় বক্তারা অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়া না হলে লাগাতার কর্ম সূচীর ঘোষনা দেন।